বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে ‌‘সেবা’

৯ মার্চ, ২০২১ ১৬:০০  
কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড (সেবা এক্স ওয়াই জেড)। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও সেবা প্ল্যাটফর্ম এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশে বেতন দেয়ার এই সেবা গ্রহণ করায় বেতন-ভাতা বিতরণে ক্যাশ টাকার ঝামেলা থাকবে না এবং তাৎক্ষনিক কর্মীদের অ্যাকাউন্টে বেতন দেয়া হবে আরও সহজ ও দ্রুত। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, সেবা এক্স ওয়াই জেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।